হাফ সিল্ক সুতা বা শাড়িঃসাধারণত প্রাকৃতিকভাবে রেশম গুটির থেকে যে আসল রেশম সুতা তৈরি হয়। আর সেই রেশম সুতা দিয়ে যে সকল শাড়ি বুনন করা হয় তাদের কে ফুল সিল্ক বা শুধু সিল্ক শাড়ি বলা হয়।সুতরাং হাফ সিল্ক শব্দ থেকেই বুঝা যায় হাফ মানে অর্ধেক সিল্ক সুতা। আর এই হাফ সিল্ক বা অর্ধেক সিল্ক সুতার সাথে সাধারনত বুননের সময় সুতি সুতা দিয়ে বুনন করা হয়। আর টানায় হাফ সিল্ক সুতা থাকে। এর ফলে এই দুই ধরনের সুতা মিলে যে কাপড়ে টা বুনন করা হয় তাকেই হাফ সিল্ক শাড়ি বলা হয়।হাফ সিল্ক সুতা ও খাঁটি সিল্ক বা রেশম সুতা চেনার এক মাত্র উপায় রেশম সুতা বা সুতি সুতা পুড়লে থেমে থেমে আগুন জ্বলবে। পোড়া শেষ হলে সুতি ও রেশম সুতার কপরে একটু অংশ হলেও ছাই পাওয়া যাবে। কিন্তু হাফ সিল্ক সুতাতে আগুন ধরালে একবারে ধপ করে সম্পূর্ণ কাপরে আগুন লেগে সুতা গলে পানির মতো শেষ হয়ে যাবে। পোড়া শেষে কোন রকম ছাই হবে না বা পাওয়াও যাবে না।