হাফ সিল্ক শাড়ি ৫০% সুতি ও ৫০% সিল্ক তন্তুর সমন্বয়ে প্রস্তুতকৃত এক ধরনের কাপড়। এতে সুতি তন্তুর হালকা ও কোমল বৈশিষ্ট্যের পাশাপাশি সিল্ক তন্তুর ঐশ্বর্যমন্ডিত উজ্জ্বলতা বর্তমান । এই তন্তুর প্রস্তুতকৃত শাড়ি পরতে যেমন আরামদায়ক তেমনি জমিন রং এর উজ্জ্বলতা একে দিয়েছে এক মহিমান্বিত রুপ।