কানের দুল ছাড়া কোন সাজি পরিপূর্ণ হয় না ঝুমকা এক ধরনের ঘন্টাাকৃতির ও ঝোলানো নেটদুল থেকে এটি নারীদের মনে স্থান করে নিয়েছে। ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে,,,। হোয়াট ঝুমকা প্রিয়তা পেয়েছে বেশ। মূলত ভারতবর্ষ থেকে ঝুমকার জনপ্রিয়তা শুরু হলেও বর্তমানে অনেক জায়গাতেই নারীদের মধ্যে ঝুমকা পড়ার প্রচলন রয়েছে। বাংলাদেশেও পাকিস্থানে রয়েছে ঝুমকার বিশেষ চাহিদা। ঝুমকা নানা আকৃতির হয়ে থাকে,,, যেমন ,,, ত্রিভুজ,,,গোলাকার আকৃতির,, ছোট বড় বিভিন্ন সাইজের ঝুমকা পাওয়া যায়।